Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারের আওয়ামী লীগের নেত্রী চট্টগ্রামে গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ০৯:০৪

কক্সবাজারের আওয়ামী লীগের নেত্রী চট্টগ্রামে গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরী থেকে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর চকবাজারের দেবপাহাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজনীন সরওয়ার কাবেরী (৫২) কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সর্বশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিয়েছিলেন।
কাবেরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামুর সাবেক উপজলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সারাবাংলাকে বলেন, ‘আমরা তাকে হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার পুলিশের কাছে আমরা হস্তান্তর করব। সেখানে তার বিরুদ্ধে মামলা আছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/এসডব্লিউ

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার কক্সবাজার চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর