১৯ বছর বয়সী স্যাম কনস্টাসকে ধাক্কা মেরে আলোচনার জন্ম দিয়েছিলেন বিরাট কোহলি। মেলবোর্ন টেস্টের প্রথম দিনের সেই কাণ্ডে জরিমানাও গুণতে হয়েছে কোহলিকে। তবে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম এত সহজে ছাড়ছে না তাকে। সমালোচনায় মুখর অজি গণমাধ্যমের একটি তো রীতিমত ‘ভাঁড়’ বানিয়ে দিয়েছে কোহলিকে। দ্যা ওয়েস্ট অস্ট্রেলিয়ান নামের সেই সংবাদপত্র কোহলিকে ভাঁড়ের রূপ দিয়ে নতুন করে আলোচনায় এসেছে।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছিল তরুণ কনস্টাসের। দুর্দান্ত ব্যাটিং করে নিজের প্রথম ইনিংসের তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। সেই ইনিংস খেলার পথে বিতর্কিত এক মুহূর্তে কনস্টাসকে ধাক্কা দেন কোহলি। এ নিয়ে মাঠে ও মাঠের বাইরে গতকাল থেকেই নানা আলোচনা সমালোচনা। এসবের মাঝে গতকালই কোহলিকে ম্যাচ ফির ২০ শতাংশ ও একটি ডিমেরিট পয়েন্ট দেয় আইসিসি।
তবে কোহলির এই সামান্য শাস্তিতে খুশি নয় অজি সমর্থক ও সংবাদমাধ্যমগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও খবরে তারা বলছে, ভাগ্যক্রমে বেঁচে গেছেন কোহলি, তাকে নিষিদ্ধ করাই উচিত ছিল। কোহলিকে নিয়ে প্রায় সব সংবাদমাধ্যমই লিখেছে নানা সমালোচনামূলক লেখা।
দ্যা ওয়েস্ট অস্ট্রেলিয়ান পত্রিকাটি অবশ্য আলাদাভাবে সবার নজর কেড়েছে বিশেষ একটি কারণে। তারা নিজেদের খেলার পাতায় কোহলির ছবি বেশ বড় করেই চাপিয়েছে। সেখানে কোহলির নাকে লাল বল দিয়ে ক্যাপশন দেওয়া হয়েছে ‘ক্লাউন কোহলি’!
অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এমন কাণ্ডের জবাবে অবশ্য এখনো সেরকম কিছু করেনি ভারতীয় গণমাধ্যমগুলো। তবে এমন ছবি ও ক্যাপশন যে দুই পক্ষের কথার লড়াইয়ের আগুনে আরও ঘি ঢেলে দেবে, সেটা বলাই বাহুল্য!