অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন পার্বত্য উপদেষ্টা
২৭ ডিসেম্বর ২০২৪ ১৪:৫৪
বান্দরবান: জেলার লামায় অগ্নিকাণ্ডের ঘটনায় ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি ঘর পুড়ে যাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল লামার সরইয়ের ডলুছড়ি মৌজার টংগাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়া পরিদর্শন করেন তিনি।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সাংবাদিকদের বলেন, ‘এখানে যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রত্যেকের নিরাপত্তা দরকার। পার্বত্য এলাকা এমনিতেই স্পর্শকাতর। এর মধ্যে বার্মাও বেশি দূরে না। ওখানেও গোলমাল চলছে। বার্মার গোলমাল যেন এখানে না আসে এটাও আমাদের খেয়াল রাখতে হবে।’
এ সময় তিনি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ আগুন যেন এখানে আসতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে বলেন।
তিনি বলেন, ‘শুধু আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কেবল তারাই না, এলাকায় যারা যারা আছেন সবাই যেন নিরাপত্তায় থাকতে পারেন সেজন্য আমরা দিনরাত চিন্তা করছি।’
এ ঘটনায় জড়িত ৪ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। যারা বাইরে আছেন তাদেরও আটক করার চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা বলে জানান তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে আরও ছিলেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছারসহ বিভিন্ন অফিসের কর্মকর্তারা।
উল্লেখ্য,বড়দিনের আগের দিন মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে পাড়াবাসী পাশের টংগাঝিরি পাড়ায় বড়দিন উপলক্ষে গীর্জায় প্রার্থনা করতে গেলে দুর্বৃত্তের দেওয়া আগুনে লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব বেতছড়া পাড়ার ১৭টি কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আগুনে সহায় সম্বল হারিয়ে নি:স্ব হয়ে যায় পাড়াবাসী।
এদিকে, ঘটনার পর এক মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৪ আসামীকে আটক করে। বাকী আসামীদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ
অগ্নিকাণ্ড উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য উপদেষ্টা বান্দরবান