টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা ৩ গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৫
২৭ ডিসেম্বর ২০২৪ ১৬:০৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪
মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) মুন্সীগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জের সীমান্তবর্তী ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার মাওয়ামুখী লেনে টোল দেওয়ার জন্য অপেক্ষমাণ মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের একটি বাস ধাক্কা দেয়। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়েমুচড়ে যায়।
তিনি আরও জানান, এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে নেওয়ার পরে এক শিশুসহ অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুল কাদের জিলানী জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ধলেশ্বরী টোল প্লাজায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এইচআই