ইসরায়েলের সেনাবাহিনী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ইয়েমেনের রাজধানী সানা ও পশ্চিমাঞ্চলীয় শহর হোদাইদায় একাধিক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ছয়জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে হুথি বিদ্রোহী গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে।
সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার সময় সেখানে জাতিসংঘের একটি প্রতিনিধিদল অবস্থান করছিলেন যার নেতৃত্বে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসাস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র জানিয়েছেন, এই হামলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের দলের একজন বিমানকর্মী আহত হয়েছেন।
বিমানবন্দরে হামলায় অন্তত তিনজন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন বলে হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে। হুথিরা এ হামলাকে নির্মম আগ্রাসন আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।
আরও পড়ুন- ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরাইলের হামলা
সানার পশ্চিমে হোদাইদায় হামলায় অন্তত তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আল-মাসিরাহ জানিয়েছে, হোদাইদা ও রাস ইসা বন্দরের পাশাপাশি হামলাটি রাস কুতুব বিদ্যুৎকেন্দ্রেও আঘাত হানে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথি গোষ্ঠীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হেজিয়াজ ও রাস কানাতিব বিদ্যুৎকেন্দ্রসহ পশ্চিম উপকূলের হোদাইদা, সালিফ ও রাস কানাতিব বন্দরে হামলা করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইয়েমেনে তাদের অভিযান ‘মিশন শেষ না হওয়া পর্যন্ত চলবে।
উল্লেখ্য, হুথি গোষ্ঠী, হামাস এবং হিজবুল্লাহসহ ইরান-সমর্থিত জোটের অংশ, যারা ইসরায়েল ও তার মিত্রদের উপর হামলা চালিয়ে আসছে।