Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সম্পাদক তাবারুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:০৪

সভাপতি আলাউদ্দিন আরিফ ও সাধারণ সম্পাদক তাবারুল হক।

ঢাকা : রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির সহ-সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোর হোসেনের রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার আলী তালুকদার। এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দফতর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টাট রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানব জমিনের স্টাফ রিপোর্টার মারুফ কিবরিয়া মানব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান, নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাক ও সিনিয়র রিপোর্টার জামিউল হাসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সারাবাংলা/জিএস/এমপি

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) সভাপতি সাধারণ সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর