Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৬

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। তাদের একজনের বয়স ৭০ অপর জনের বয়স ৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় পথচারীরা দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য অন্য ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাড়ে ৪টার দিকে তাকেও মৃত ঘোষণা করেন।

পথচারী মো. রহমতুল্লাহ বলেন, ‘দুপুরে কুতুবখালী স্কুলের সামনে মানুষের জটলা দেখতে পেয়ে এগিয়ে যাই। সেখানে দেখি একজন পুরুষ ও মহিলা রক্তাক্ত অবস্থায় পরে আছে। তাদের দুজনকে দ্রুত প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি আরও বলেন, ‘জানতে পেরেছি দুজন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী কোনো যানবাহন ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে পথচারীরা যাত্রাবাড়ী এলাকা থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যায়। পথচারীরা জানান গাড়ি ধাক্কা দিয়েছিল ওই ব্যক্তিকে। তার পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও পায়জামা। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

যাত্রাবাড়ী রাজধানী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর