Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূর্যের এত কাছে আগে কখনো পৌঁছায়নি নাসা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৪ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:১৫

শিল্পীর চিত্রে সূর্যের সবচেয়ে কাছাকাছি নাসার পার্কার সোলার প্রোব। ছবি: সংগৃহীত

নাসার পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছেছে যা সৌরজগতের ইতিহাসে প্রথম। মহাকাশযানটি আবার নিরাপদ অবস্থায় ফিরেছে এবং স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

২৪ ডিসেম্বর মহাকাশযানটি সূর্যের বাহ্যিক বায়ুমণ্ডল, যা করোনা নামে পরিচিত, অতিক্রম করে মাত্র ৩৮ লক্ষ মাইল (৬১ লক্ষ কিলোমিটার) দূরত্বে পৌঁছায়। এটি সূর্যের এত কাছাকাছি পৌঁছানো প্রথম কোনো মানব-নির্মিত বস্তু। এই অভিযান পৃথিবীর নিকটতম তারকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে বিজ্ঞানীদের সহায়তা করবে।

বিজ্ঞাপন

নাসা জানায়, মেরিল্যান্ডের জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিকস ল্যাবরেটরির অপারেশন টিম বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে প্রোব থেকে একটি সংকেত, ‘বিকন টোন’ গ্রহণ করে। এই সংকেতের মাধ্যমেই তারা নিশ্চিত হন যে মহাকাশযানটি নিরাপদ স্থানে ফিরেছে।

আরও পড়ুন- সূর্যের সবচেয়ে কাছে পৌঁছানোর পথে নাসার মিশন

মহাকাশযানটি ১ জানুয়ারি তার বিস্তারিত তথ্য এবং অবস্থা সম্পর্কে টেলিমেট্রি ডেটা পাঠাবে বলে আশা করা হচ্ছে। এটি ঘণ্টায় ৪,৩০,০০০ মাইল (৬,৯২,০০০ কিলোমিটার) গতিতে চলার সময় ৯৮২ ডিগ্রি সেলসিয়াস (১,৮০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত তাপমাত্রা সহ্য করেছে।

নাসা আরও জানায়, ‘সূর্যের এত কাছাকাছি পর্যবেক্ষণের ফলে বিজ্ঞানীরা এই অঞ্চলের উপাদান কীভাবে লক্ষ লক্ষ ডিগ্রিতে উত্তপ্ত হয়, সৌর বায়ুর (সূর্য থেকে নির্গত ক্রমাগত উপাদান প্রবাহ) উৎপত্তি কোথায়, এবং উচ্চ শক্তির কণাগুলো কীভাবে প্রায় আলোর গতিতে ত্বরান্বিত হয় তা আরও ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছেন।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০১৮ সালে উৎক্ষেপিত পার্কার সোলার প্রোব সূর্যের কক্ষপথে ধীরে ধীরে আরও কাছাকাছি পৌঁছানোর জন্য শুক্র গ্রহের সাহায্যে মহাকর্ষীয় টান ব্যবহার করে আসছে।

সারাবাংলা/এনজে

নাসা সূর্য সৌরজগত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর