Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট: পায়রা বন্দরে পণ্য খালাস বন্ধ

লোকাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৩ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:০৪

অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট। ছবি: সারাবাংলা।

কুয়াকাটা: চাঁদপুরের মেঘনায় নদীতে জাহাজে সাত শ্রমিক হত্যার প্রতিবাদে ও বিভিন্ন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট ‍শুরু হয়েছে। এতে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নৌ ধর্মঘট চলছিল। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।

এদিকে, এ ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পায়রা বন্দরের পণ্য খালাস কার্যক্রম। বৃহস্পতিবার রাত থেকে বন্দরের আউটারে এবং ইনারে থাকা সকল মাদার ভ্যাসেল ও লাইটারেজ থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রাখে শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা জানান, এম ভি আল বাখেরা জাহাজে খুন হওয়া শ্রমিকদের প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ এবং নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

সারবাংলা/এসআর

কুয়াকাটা নৌ ধর্মঘট পণ্য খালাস বন্ধ পায়রা বন্দর

বিজ্ঞাপন

ঢাবিতে জয়নুল উৎসব শুরু
২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬

৬ প্রেক্ষাগৃহে জয়া আহসানের ছবি
২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:২৩

আরো

সম্পর্কিত খবর