Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব, বাবা-ছেলেসহ ৩ জনকে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:২০

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার ঘিরে শুক্রবার সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহী

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আক্তার শিকদার ও তার ছেলেসহ তিনজনকে কু‌পি‌য়ে হত্যার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের অনুসারীদের বিরুদ্ধে।

দুপক্ষের সংঘর্ষে ২০ থেকে ৩০ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় থমথমে বিরাজ করছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন এ সংঘর্ষ হয়। সংঘর্ষে নিহত আরেকজন সিরাজ চৌকিদারও আক্তার মেম্বারের অনুসারী। তিনি একই এলাকার রশিদ চৌকিদারের ছেলে।

স্থানীয়রা জানান, বাঁশগাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ইউপি সদস্য আক্তার শিকদারের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ দিনের। এরই জের ধরে শুক্রবার সকালে দুপক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখানে একাধিক কক‌টেল বি‌স্ফোরণ ঘটানো হয়। ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলে মারুফ শিকদার সংঘর্ষস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন দুপক্ষের ২০ থেকে ৩০ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, নিহত আক্তার মেম্বার ও ইউপি চেয়ারম্যান সুমনের মধ্যেকার দীর্ঘ দিনের বিরোধের জের ধরেই সকালে দুপক্ষের সংঘর্ষ হয়। সেখানে তিনজন নিহত হয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। আপাতত এলাকা শান্ত আছে।

সারাবাংলা/টিআর

আধিপত্য বিস্তার মাদারীপুর

বিজ্ঞাপন

ঢাবিতে জয়নুল উৎসব শুরু
২৭ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৬

আরো

সম্পর্কিত খবর