Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে বন্দি উত্তর কোরিয়ার সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪ ১৯:৪৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৫৪

কুর্স্ক অঞ্চলে আহত উত্তর কোরিয়ার সেনা, যাকে পরবর্তী সময়ে আটক করা হয় । ছবি: সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়া একজন উত্তর কোরিয়ার সেনা, যাকে জীবিত অবস্থায় আটক করা হয়েছিল, তিনি মারা গেছেন বলে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা জানিয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) জানিয়েছে, ‘একটি মিত্র দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে একজন আহত উত্তর কোরিয়ার সেনা আটক হয়েছেন।’ সংস্থাটি পরে জানায়, ওই সেনা আহত অবস্থায় আটক হলেও পরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, টেলিগ্রাম প্ল্যাটফর্মে ওই আহত উত্তর কোরিয়ার সেনার একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে মলিন চেহারা ও আহত অবস্থায় দেখা গেছে।

ইউক্রেনীয় নিউজ আউটলেট মিলিটার্নি জানায়, রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় বিশেষ বাহিনী ওই সেনাকে আটক করেছে। তবে কখন এই ঘটনা ঘটেছে, তা উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ইউক্রেন বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

মিলিটার্নি জানিয়েছে, যদি এটি নিশ্চিত হয়, তবে এটি হবে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক প্রথম উত্তর কোরিয়ার সৈন্য।

প্রসঙ্গত, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির পর উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে লড়াইয়ের জন্য প্রায় ১১,০০০ সেনা পাঠায়।

তবে অপরিচিত পরিস্থিতিতে যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের বদলে, উত্তর কোরিয়ার অপর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা দ্রুত যুদ্ধক্ষেত্রের ঝুঁকির মুখে পড়ছে।

বিজ্ঞাপন

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা (জিইউআর) জানিয়েছে, নোভোইভানোভকার কাছে ইউক্রেনীয় হামলায় উত্তর কোরিয়ার ইউনিটগুলো বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এছাড়া তারা পানীয় জলের অভাবসহ অন্যান্য সরবরাহ সংকটে ভুগছেন।

এই সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, কুর্স্ক অঞ্চলে ৩ হাজারের বেশি উত্তর কোরিয়ার সেনা নিহত বা আহত হয়েছে। এটি উত্তর কোরিয়ার ক্ষয়ক্ষতির প্রথম বড় আকারের হিসাব।

সারাবাংলা/এনজে

আটক ইউক্রেন উত্তর কোরিয়া নিহত রাশিয়া সৈন্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর