Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২১:১৮ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৪

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের লালখানবাজারে জামেয়াতুল উলুম মাদরাসা মাঠে প্রয়াত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের স্মরণসভায় তিনি একথা বলেন। ‘মরহুম ড. জামাল নজরুল ইসলাম স্মৃতি সংসদ’ এ স্মরণসভার আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘নানামুখী আন্দোলন-সংগ্রাম ও নাশকতার মাধ্যমে সরকারের পথযাত্রাকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এ ধরনের নাশকতাকারীরা কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না।’

তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস পার হয়েছে। এ সময়ে প্রতিমাসেই কোনো না কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে। সচিবালয় ঘেরাও করা হয়েছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো হয়েছে। পাহাড়ি-বাঙালি সংঘাত উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনকি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সরকার সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ সরকারের ব্যর্থ হওয়ার কোনো আশঙ্কা নেই। এ সরকার ব্যর্থ হলে অমানিশা নেমে আসবে।’

নাশকতাকারীদের হুঁশিয়ার করে ধর্ম উপদেষ্টা বলেন, ‘নাশকতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এরই মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ড. জামাল নজরুল ইসলাম সম্পর্কে উপদেষ্টা বলেন, ‘তিনি একাধারে গণিতবিদ, জ্যোতির্বিদ ও বিশ্বতত্ত্ববিদ ছিলেন। গোটা পৃথিবী নিয়ে তিনি গবেষণা করেছেন। মাদরাসার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল। তিনি এই জামেয়াতুল উলুম লালখানবাজার মাদরাসা প্রতিষ্ঠার জন্য ৩০ বিঘা জমি দান করে গেছেন।’

জামেয়াতুল উলুম লালখানবাজার মাদরাসার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি মোহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদত হোসেন, ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজা মীর মোহাম্মদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বক্তব্য দেন।

সারাবাংলা/আরডি/পিটিএম
বিজ্ঞাপন

আরো