Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা বিকেএসপিতে ভর্তি পরীক্ষা শনিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৪৫ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২১:৫৩

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান

খুলনা: বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) খুলনা আঞ্চলিক শাখায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (২৮ ডিসেম্বর)। খুলনার আফিলগেটস্থ বিকেএসপিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে আবেদনকারী ভর্তিচ্ছুরা এ পরিক্ষায় অংশ নিতে পারবেন।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বিকেএসপির এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সকল ভর্তিচ্ছু প্রার্থীকে অনলাইনে নির্দিষ্ট তারিখের পূর্বে আবেদন করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষায় ক্রিকেটে ১২ থেকে ১৪ বছর বয়সী, ফুটবলে ১১ থেকে ১৪ বছর বয়সী, অ্যাথলেটিক্সে ১২ থেকে ১৪ বছর বয়সী, আর্চারিতে ১২ থেকে ২৪ বছর বয়সী, সাঁতার ও ডাইভিংয়ে ১০ থেকে ১৪ বছর বয়সী, কারাতেতে ১২ থেকে ১৪ বছর বয়সী, কাবাডিতে ১২ থেকে ১৪ বছর বয়সী, বক্সিংয়ে ১২ থেকে ১৩ বছর বয়সী, জুডোতে ১২ থেকে ১৪ বছর বয়সী, উশুতে ১২ থেকে ১৪ বছর বয়সী, জিমন্যাস্টিকসে ১০ থেকে ১২ বছর বয়সী, বাস্কেটবলে ১৩ থেকে ১৬ বছর বয়সী, টেনিসে ১১ থেকে ১৩ বছর বয়সী, হকিতে ১২ থেকে ১৪ বছর বয়সী, ভলিবলে ১৩ থেকে ১৬ বছর বয়সী, তায়কায়ানডোতে ১২ থেকে ১৪ বছর বয়সী, শুটিংয়ে ১২ থেকে ১৪ বছর বয়সী, টেবিল টেনিসে ১০ থেকে ১৩ বছর বয়সী, স্কোয়াশে ১২ থেকে ১৪ বছর বয়সী, ভারত্তোলনে ১২ থেকে ১৪ বছর বয়সী ও ব্যাডমিন্টনে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছিল।

প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা ফি পরিশোধ করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদনের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে।

প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এ জন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সঙ্গে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেওয়ার জন্য একই সঙ্গে একাধিক গেম সিলেক্ট করতে হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে দুই কপি রঙিন ছবি, জন্ম নিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

কোনো প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপির রয়েছে।

এরই মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর বরিশাল বিভাগে এবং ৩০-৩১ ডিসেম্বর ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এইচআই

খুলনা বিকেএসপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর