Friday 27 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কূটনৈতিক ও আইনিভাবে মোকাবিলা হবে— এস আলমের চিঠি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

স্পেশাল করেসপডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:০৯ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২২:১৩

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

চট্টগ্রাম ব্যুরো: নিজেকে সিঙ্গাপুরের নাগরিক উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের সুরক্ষা চেয়ে এস আলম গ্রুপের চিঠির বিষয়টি সরকার কূটনৈতিক ও আইনিভাবে মোকাবিলা করবে বলে জানিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম সার্কিট হাউস অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিনিয়োগ ধ্বংসের অভিযোগ করে এস আলম গ্রুপের সালিশের হুমকি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ‘এ ব্যাপারে আমরা (অন্তর্বর্তী সরকার) জানি। যে কেউ নিজেকে ডিফেন্ড করতে আত্মপক্ষে বক্তব্য দিতে পারে। সে যেহেতু দেশে নেই সুতরাং এটাকে কাউন্টার (জবাব) দিতে সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে। আমরা কূটনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করব।’

তিনি আরও বলেন, ‘চুক্তি হয়েছে বলা হচ্ছে, হলে কি ধরনের হয়েছে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তারা (এস আলম) শুরু করেছে। হয়তো আরও কেউ কেউ একই পথে হাঁটবে। সরকার সে বিষয়ে সজাগ আছে।’

উল্লেখ্য, সম্প্রতি এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের পক্ষে আইনি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি মামলা করতে পারেন। এ ছাড়া নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করেন মো. সাইফুল আলম। সিঙ্গাপুরের নাগরিক হিসেবে ও আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তির আলোকে তার সুরক্ষা প্রাপ্য বলে মনে করেন সাইফুল আলম মাসুদ, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের উন্নয়ন নীতি প্রসঙ্গে সভায় উপদেষ্টা বলেন, ‘তথাকথিত মেগাপ্রজেক্ট আর হবে না। একটি জায়গায় হাজার কোটি টাকার প্রজেক্ট আর অন্য জায়গায় কিছুই নেই, এমন বৈষম্য হবে না। সরকার বিকেন্দ্রীকরণের পথে হাঁটছে।’

তিনি বলেন, ‘আমরা একটি ফুটস্টেপ রেখে যেতে চাই, যা ধরে রাজনৈতিক সরকার হাঁটবে। এমন কাজ করে যেতে চাই যেন তার ধারাবাহিকতা না থাকলে জনগণই রাজনৈতিক সরকারকে প্রশ্ন করবে।’

সরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আইটি খাতে ফুলিয়ে-ফাঁপিয়ে অনেক কিছু হয়েছে বলা হলেও আদতে তেমন কিছুই হয়নি।’

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ, জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানসহ বিভিন্ন সরকারি দফতরের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

সারাবাংলা/আরডি/এইচআই

উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এস আলম চট্টগ্রাম

বিজ্ঞাপন

টানা ৫ জয়ে উড়ছে মোহামেডান
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:০০

আরো

সম্পর্কিত খবর