Wednesday 30 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে প্রাণ গেল বাইসাইকেল আরোহী কৃষকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৪১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৩

নিহত কৃষকের মরদেহ। ছবি: সারাবাংলা।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী আইজেল হোসেন নামে এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আইজেল হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের ব্রীজ মোড়ের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক আইজেল বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন পথে পিটিআই মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির শ্যালো ইঞ্জিনচালিত একটি যানবাহনের ধাক্কায় তিনি ছিঁটকে পড়েন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চালকসহ যানবাহনটিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান জানান, আহত আইজেলকে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সারাবাংলা/এসআর

কৃষকের মৃত্যু বাইসাইকেল আরোহীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সিএমপির ৩ থানার ওসি রদবদল
৩০ জুলাই ২০২৫ ১৯:২৩

আরো

সম্পর্কিত খবর