Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইআরএফের সভাপতি মালা, সম্পাদক কাশেম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৪ ২২:৫২

ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত দৌলত আক্তার মালা, সাধারণ সম্পাদক আবুল কাশেম

ঢাকা: বিজনেসবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি দৈনিক ‘দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। অন্যদিকে আরেক ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র বিশেষ প্রতিনিধি আবুল কাশেম সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বি-বার্ষিক সভা ও ২০২৫-২৬ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কবি হাসান হাফিজ ফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নির্বাচনে দৌলত আক্তার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি রেফায়েত উল্লাহ মৃধা পেয়েছেন ৮২ ভোট। নির্বাচনে ১০১ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের সিনিয়র বিজনেস এডিটর কাজী মোহাম্মদ আজিজুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। একই পদে অপর প্রার্থী রয়টার্সের সাবেক আবাসিক প্রতিনিধি সিরাজুল ইসলাম কাদির পেয়েছেন ২১ ভোট।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক ডেইলি অবজারভার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট। এই পদে অপর দুই প্রার্থীর মধ্যে চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি রিজভী নেওয়াজ পেয়েছেন ৪৩ ভোট এবং বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াউল হক সবুজ পেয়েছেন ৬ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে মানিক মুনতাসির ১২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই পদে সময়ের আলোর বিজনেস এডিটর আলমগীর হোসেন পেয়েছেন ৬৫ ভোট। অর্থ সম্পাদক পদে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম। এই পদে শাহ আলম নুর পেয়েছেন ৮১ ভোট। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনলাইন পত্রিকা সকাল সন্ধ্যার শেখ শাফায়েত হোসেন।

বিজ্ঞাপন

এ ছাড়া নির্বাহী কমিটির চার সদস্য পদে নির্বাচিত হয়েছেন- নিউএজ’র মইনুল হক (১২৭), কায়েস সোহেল (১০৭), আজকালের খবরের জাকির হোসেন (১০৬), ও জাগো নিউজের ইব্রাহিম হোসেন অভি (৯৩)।

উল্লেখ্য, নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আব্দাল আহমেদ‌।

সারাবাংলা/জিএস/পিটিএম

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কাশেম টপ নিউজ নির্বাচন মালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর