।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান রওশন এরশাদ ঢাকাতেই ঈদ করবেন।
হুসেইন মুহাম্মদ এরশাদ ও বেগম রওশন এরশাদ ঈদের নামাজ পড়বেন গুলশান আজাদ মসজিদে। দলটির কো চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী জিএম কাদেরও ঢাকায় ঈদ করবেন। বড় ভাই এরশাদের সঙ্গে আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন তিনি। পরে তারা জাতীয় পার্টির বনানীস্থ কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার পটুয়াখালী-১ তার নির্বাচনী এলাকা ঈদের নামাজ পড়বেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় এসব তথ্য জানিয়েছেন।
জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ঈদের জামায়াত পড়বেন গুলশান আজাদ মসজিদে। এরপর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে চট্টগ্রামে যাবেন বলে জানা গেছে।
প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রামের হাটহাজারীতে ঈদ উদযাপন করবেন। বিকেলে নির্বাচনী এলাকার জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা ঈদ উদযাপনের জন্য রংপুর যাবেন। ঈদের নামাজ পড়বেন রংপুর কেন্দ্রীয় ঈদগাহে। নামাজ শেষে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ঈদ করবেন ঢাকায়। ঈদের নামাজ পড়বেন নির্বাচনী এলাকা শ্যামপুর ইউনিয়ন জামে মসজিদে। এরপর তিনি জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে দলের চেয়ারম্যান এরশাদেও সঙ্গে ঈদের শুভেচ্ছ বিনিময় করবেন।
এছাড়া পার্টির দলীয় সংসদ সদস্যরা অধিবেশন মুলতবি হওয়ার পরপই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় চলে গেছেন।
সারাবাংলা/এমও