Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে শিক্ষা অধিদফতরের ২ ট্রাক নথিপত্র জনতার হাতে জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ০৮:১৮

বরিশালে শিক্ষা অধিদফতরের ২ ট্রাক নথিপত্র জনতার হাতে জব্দ

বরিশাল: শিক্ষা প্রকৌশল অধিদফতর, বরিশাল অফিসের পুরোনো নথিপত্রসহ দুটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে ওই দুইটি ট্রাক জব্দ করেন তারা। পরে থানা পুলিশ ও সংশ্লিষ্ট দফতরের লোকজনকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় সবাই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে এ ঘটনা ঘটে।

তবে কাগজ তল্লাশি করে আপত্তিকর কিছু না পেয়ে ট্রাক দুটিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘বহু বছরের পুরোনো কাগজপত্র সেই সঙ্গে কিছু কাঠের ভেঙে যাওয়া মালামাল পুড়িয়ে ফেলার জন্য বরিশালের ময়লা খোলাতে পাঠানো হয়েছিল। কিন্তু ট্রাক ড্রাইভার মালামাল বিক্রি করে দিতে চাইছিলেন। এই কারণে ঘটনাস্থলে না গিয়ে তিনি অন্যত্র যাওয়ায় স্থানীয় মানুষের সন্দেহ হয়। তারা ট্রাক দুটি আটক করলে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বুঝিয়ে ট্রাক দুটি অফিসে ফেরত নিয়ে আসি। পরবর্তীতে আবার মালামাল পুড়িয়ে ফেলার ব্যবস্থা করা হবে।’

কাগাশুরা গ্রামের আব্দুর রহমান বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় দুটি ট্রাক ভর্তি কাগজপত্র নিয়ে আমাদের গ্রামে ঢুকলে তাদের ট্রাকে কি আছে জানতে চাইলে কোনো সদুত্তর না দিতে পারায় সন্দেহ হয়। এরপর ট্রাক দুটিকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার দুটি টিম।’

কাউনিয়া থানার ওসি নুর আলম বলেন, ‘সদর উপজেলার কাগাশুরা গ্রামে দুটি ট্রাক ভর্তি কাগজপত্র আটক করেছে জনগণ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবার উপস্থিতিতে শিক্ষা প্রকৌশলী অধিদফতরের কর্মকর্তারা লিখিত দিয়ে তাদের কাগজপত্র বুঝে নিয়ে যায়।’

বিজ্ঞাপন

কাগাশুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু বলেন, ‘ট্রাক দুটিকে জনতা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখায় ও বিপুল সংখ্যক অফিসিয়াল কাগজ দেখে আটক করেছিল। পরে শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী এসে ছাড়িয়ে নিয়ে যান।’

সারাবাংলা/এসডব্লিউ

২ ট্রাক জব্দ বরিশাল বরিশাল শিক্ষা অধিদফতর