ইরানে গ্রেফতার ইতালির সাংবাদিক
২৮ ডিসেম্বর ২০২৪ ১০:৫৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩:২২
ইরানে ইতালির সিসিলিয়া সালা নামে একজন নারী সাংবাদিক এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটক রয়েছেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ১৯ ডিসেম্বর ইরানি পুলিশ সিসিলিয়াকে গ্রেফতার করে। ইরানের কর্মকর্তারা এই গ্রেফতারের ঘটনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি।
সাংবাদিক সিসিলিয়া সালা পত্রিকা ইল ফোলিও এবং পডকাস্ট কোম্পানি কোরা মিডিয়ার জন্য কাজ করেন।
কোরা মিডিয়া একটি আলাদা বিবৃতিতে বলেছে, সিসিলিয়া তেহরানের এভিন কারাগারে একক সেল বন্দি আছেন। তাকে গ্রেফতার করার কোনও কারণ জানানো হয়নি।
কোরা মিডিয়া জানিয়েছে, সিসিলিয়া ১২ ডিসেম্বর বৈধ সাংবাদিক ভিসা নিয়ে রোম থেকে ইরানে গিয়েছিলেন। সেখানে কয়েকটি সাক্ষাৎকার নেন তিনি। পরে সেগুলো দিয়ে তিনি তার ‘স্টোরিজ’ পডকাস্টের তিনটি পর্ব তৈরি করেছিলেন।
২০ ডিসেম্বর সিসিলিয়ার রোমে ফেরার কথা ছিল। কিন্তু ১৯ ডিসেম্বর কয়েকটি বার্তা বিনিময় করার পর তার ফোন সাইলেন্ট হয়ে যায়।
সিসিলিয়া ফোলিও নামের আরেকটি যে পত্রিকায় কাজ করেন তারা তার মুক্তির আহ্বান জানিয়ে বলেছে, ‘সাংবাদিকতা কোনও অপরাধ নয়।’
এদিকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানে নিযুক্ত রোমের রাষ্ট্রদূত পাওলা আমাদেই সিসিলিয়ার সঙ্গে দেখা করতে যান। তার অবস্থা পর্যবেক্ষণের জন্য।
সিসিলিয়াকে তার পরিবারের সঙ্গে দুটো ফোনকল করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সিসিলিয়ার আইনি পরিস্থিতি স্পষ্ট হওয়ার জন্য ইতালি ইরান কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।
সারাবাংলা/এসডব্লিউ