জিন্স প্যান্ট পরায় চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কার শীর্ষ দাবাড়ু!
২৮ ডিসেম্বর ২০২৪ ১১:১৩
নিয়মভঙ্গের নানা অভিযোগে অনেক সময়ই টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয় ক্রীড়াবিদদের। তবে ওয়ার্ল্ড র্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে যে কারণে বহিষ্কার কর হয়েছে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে, সেটা শুনে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। জিন্স প্যান্ট পরে খেলতে আসার জরিমানার পর তাকে টুর্নামেন্ট থেকেই বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা!
নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে এবারের ওয়ার্ল্ড র্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের টুর্নামেন্টটা একেবারেই ভালো কাটছিল না। প্রথম দিনে ৫ রাউন্ডের ৪টিতেই রেখেছেন তিনি, অবস্থান করছিলেন ৮০তম পজিসনে। দ্বিতীয় দিনে ভেন্যুতে এসেই বিব্রতকর এক পরিস্থিতির সম্মুখীন হন ৩৪ বছর বয়সী কার্লসেন। ফিদের ‘ড্রেস কোড’ ভঙ্গ করে জিন্স প্যান্ট পরার কারণে আয়োজক কমিটি তাকে তাৎক্ষনিকভাবে ২০০ ডলার জরিমানা করে।
শুধু জরিমানা করেই ক্ষান্ত হননি তারা। কার্লসেনকে জানিয়ে দেওয়া হয়, জিন্স প্যান্ট না বদলে এলে তাকে ম্যাচ খেলতে দেওয়া হবে না। বাকবিতণ্ডার এক পর্যায়ে নিজেই ভেন্যু ছেড়ে বেরিয়ে আসেন কার্লসেন। এরপর টুর্নামেন্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিয়ম ভঙ্গ করায় কার্লসেনকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কারের এমন সিদ্ধান্তে অনুমেয়ভাবেই সমালোচনার ঝড় উঠেছে দাবার জগতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ও বর্তমান দাবাড়ুরা লিখেছেন, জিন্স পরার কারণে কোনোভাবেই একজন প্রতিযোগীকে এভাবে বহিষ্কার করা উচিত হয়নি।
কার্লসেন পরবর্তীতে এক সাক্ষাৎকারে জানিয়েছেন নিজের জিন্স পরে আসার কারণ, ‘প্রথম দিনটা আমার জন্য খুব কঠিন ছিল। সময়টা ভালো কাটেনি, টানা ম্যাচ হেরেছি। এরপর ভালো একটা ঘুম দিয়ে লাঞ্চ সেরেই তাড়াহুড়ো করে চলে এসেছি। জিন্স পরা নিয়ে কিছু মাথাতেই আসেনি! তারা চাইলে তাদের নিয়ম বজায় রাখতে পারে। আমিও আমার জায়গায় অনড় ছিলাম। এজন্য নিজেই বের হয়ে এসেছি।’
সারাবাংলা/এফএম