Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৩ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:০৭

সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম।

গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখল নেওয়াকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেমকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ে নিজাম (জুবায়ের পন্থি) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে চট্টগ্রাম জেলার ডবলমুরিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ্ রায়হান জানান, টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় জুবায়ের পন্থি একজন মুরব্বি টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত জিয়া বিন কাসেম ওই মামলায় ৬ নম্বর আসামি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, পুলিশ ও যৌথবাহিনী জিয়া বিন কাসেমকে গ্রেফতার করেছে। তাকে চট্টগ্রাম থেকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।

সারাবাংলা/এসআর

জিয়া বিন কাসেম গ্রেফতার বিশ্ব ইজতেমা সাদপন্থি সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম