Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসি‌‌’‌র কক্ষে চলবে স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের কার্যক্রম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৫৫ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬:০৭

উপদেষ্টা আসিফ মাহমুদ।

ঢাকা: সচিবালয়ের ভবন পুড়ে যাওয়ায় আপাতত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি‌‌) নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। অফিস চলবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরও।

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার হেয়ার রোডের স্থানীয় সরকার উপদেষ্টার বাসভবনের সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা আসিফ মাহমুদ এ কথা বলেন।

বিজ্ঞাপন

এই দুই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘দাফতরিক কার্যক্রম একদিনের জন্যেও বন্ধ রাখা হবে না; আগামী রোববার থেকেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের শূন্য কক্ষগুলোতে দাফতরিক কার্যক্রম পরিচালনা করবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের চলমান জনবান্ধব উন্নয়ন কার্যক্রমকে ব্যহত করা এবং বিগত ফ্যাসিস্ট আমলের দুর্নীতির তথ্য লোপাট করার ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
আগের চেয়ে আরও দৃঢ় চিত্তে মন্ত্রণালয়ের কার্যক্রমকে গতিশীল করতে সকল কর্মকর্তাদের প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় ওই ভবনের চারটি ফ্লোর। এরমধ্যে স্থানীয় সরকার ও যুব, ক্রীড়া মন্ত্রণালয় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাবাংলা/জেআর/এমপি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

বিজ্ঞাপন

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
২৮ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৪

আরো

সম্পর্কিত খবর