Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণদের বুঝে আমাদের রাজনীতি করতে হবে: আমীর খসরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:১৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:১৭

আমীর খসরু মাহমুদ চৌধুরীর নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের তরুণদের চিন্তাচেতনা আমাদের বুঝতে হবে। সেভাবেই রাজনীতি করতে হবে।’

শনিবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে নিজ বাসভবনে পাঁচলাইশ থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গেছেন, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনার পরিণত হয়েছে। এ কারণে বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

সভায় স্থানীয় বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এমপি

আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন প্রজন্ম বাংলাদেশের রাজনীতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য

বিজ্ঞাপন

সখীপুরে কৃষক লীগ নেতা গ্রেফতার
২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২১

আরো

সম্পর্কিত খবর