Saturday 19 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশেনের অ্যাডহক কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:১৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৮:২৯

সভাপতি মো. মতিউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান।

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সালের পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে পুলিশ সদর দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অ্যাডহক কমিটির প্রথম সভায় ৩৫ জনকে সদস্য হিসেবে রাখা হয় এবং তাদের মধ্যে দফতর বন্টন করা হয়েছে। এর আগের বছরগুলোতে সরাসরি কমিটি দেওয়া হয়েছিল।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের পতন হলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটির বিলুপ্তি ঘটে।

সারাবাংলা/ইউজে/এমপি

অপরাধ তদন্ত বিভাগ ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মো. মতিউর রহমান শেখ

বিজ্ঞাপন

দিল্লিতে ভবন ধস, নিহত ৪
১৯ এপ্রিল ২০২৫ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর