ঢাকা: রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডেমরা সুলতানা কামাল সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেতু দিয়ে মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে ঢুকছিলেন আরিফ। সেতুর ঢালে একটি লেগুনা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর লেগুনাটি রেখে চালক পালিয়ে গেছেন। পরে লেগুনাটি জব্দ করা হয়েছে।
এদিকে, মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন আরিফের স্বজনরা। বড় ভাই শরীফ হোসেন জানান, তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চানপুর গ্রামে। বাবার নাম মো. হাবিব হোসেন। আরিফ স্ত্রী সন্তান নিয়ে দক্ষিণ বনশ্রীর এইচ ব্লকে থাকতেন। সেখানে এবি ইঞ্জিনিয়ারিং নামে একটি ওয়ার্কশপ রয়েছে তার। দুইদিন আগে স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেল করে ব্রাহ্মণবাড়িয়া সদরে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদেরকে রেখে আজ দুপুরে একাই মোটরসাইকেল যোগে ঢাকায় ফিরছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানতে পেরেছি।