সখীপুরে কৃষক লীগ নেতা গ্রেফতার
২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২১
টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের প্রতিমা বংকী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতার হওয়া মালেক মিয়া ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।