Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সখীপুরে কৃষক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:২১ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৮

সখীপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক মিয়া। ছবি: সারাবাংলা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় মামলায় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মালেক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের প্রতিমা বংকী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, গ্রেফতার মালেক মিয়া ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি। তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর

কৃষক লীগ নেতা গ্রেফতার টাঙ্গাইল সখীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর