২০২৪ সালে তিতুমীর কলেজ: সংগ্রাম, পরিবর্তন ও উদযাপনের বছর
২৮ ডিসেম্বর ২০২৪ ২০:১৯
২০২৪ সালটি সারা বাংলাদেশের মতো সরকারি তিতুমীর কলেজের ইতিহাসেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বছর জুড়ে ছিল বৈষম্যবিরোধী আন্দোলনের তীব্র স্রোত, শিক্ষার্থীদের দৃঢ় প্রতিবাদ, সাংস্কৃতিক আয়োজন এবং প্রশাসনিক পরিবর্তনের মিশ্রণ। পিঠা উৎসবের আনন্দ থেকে শুরু করে শিক্ষার্থীদের আন্দোলনের ত্যাগ, এমনকি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা, প্রতিটি ঘটনাই তিতুমীর কলেজের গতিপথকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এ প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে ২০২৪ সালের উল্লেখযোগ্য কিছু ঘটনাবলি।
বসন্ত বরণ ও পিঠা উৎসব: ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বসন্ত বরণ উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীরা মেতে ওঠেন উৎসবের আমেজে। সকাল থেকেই শাড়ি, পাঞ্জাবি পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করে। ক্যাম্পাস মাঠে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি প্রতিটি বিভাগ পিঠার স্টল বসিয়ে বিভিন্ন রকমের পিঠা নিয়ে হাজির হয় শিক্ষার্থীদের সামনে।
সাংবাদিক সাব্বিরের ওপর হামলা: ৩ জনের নামসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা: ২০২৪ সালের ২২ মার্চ শুক্রবার তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর সন্ত্রাসী হামলা করে কলেজ ছাত্রলীগ। অভিযোগ আছে কলেজ ছাত্রলীগ নিয়ে সমালোচনা করায় তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতারা এই হামলার নির্দেশ দেয়। এই ঘটনায় পরে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করা হয়।
ফেসবুকে মন্তব্য, শিক্ষার্থীদের তলব: ২০২৪ সালের ৯ মে, জানা যায়- অতিরিক্ত ভর্তি ফি আদায়, ক্যাম্পাসের অপরিচ্ছন্ন শৌচাগারসহ নানা বিষয়ে সাবেক অধ্যক্ষের বক্তব্য সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অধ্যক্ষের বক্তব্যের প্রতিবাদ জানান। এর প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ বিভাগীয় প্রধানদের মাধ্যমে সমালোচোনাকারী শিক্ষার্থীদের ডেকে পাঠান। ডেকে নিয়ে শিক্ষার্থীদের শাসানো হয় বলে জানা গেছে।
শিক্ষার্থীদের মহাখালীতে সড়ক অবরোধ: ২০২৪ সালের ১০ জুলাই বুধবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহাখালী অংশের সড়ক অবরোধ করেন কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীরা। সেদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুইশতাধিক শিক্ষার্থী মহাখালীতে অবস্থান নেয়।
কোটা সংস্কার আন্দোলনে কলেজের আহত ৭: ২০২৪ সালের ১৪ জুলাই (রবিবার) সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবিতে ১৫ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। পরে বিকেল সাড়ে ৩ টায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। এতে অন্তত ৮০ জন শিক্ষার্থী আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে তিতুমীর কলেজের ৭ জন শিক্ষার্থী ছিলেন।
কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক গ্রেফতার: ২০২৪ সালের ১৬ জুলাই মঙ্গলবার, সেদিন আনুমানিক রাত দশটায় ডিবি পুলিশ তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেনকে নাইটিঙ্গেল মোড় থেকে গ্রেফতার করেছে বলে জানা যায়। সেসময় বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের একাধিক নেতাকর্মী।
আন্দোলনে না যেতে ছাত্রীদের হলে আটকে রাখলেন ছাত্রলীগ নেত্রী: ২০২৪ সালের ১৭ জুলাই বুধবার, বৈষম্যবিরোধী আন্দোলনে না যেতে তিতুমীর কলেজের সুফিয়া কামাল ছাত্রীনিবাসে বেশ কয়েজন ছাত্রীকে আটকে রাখার অভিযোগ উঠে কলেজ শাখা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার মুক্তার বিরুদ্ধে। ছাত্রীনিবাসের ২০৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
কলেজে ভাঙচুর, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি: ২০২৪ সালের ২৬ জুলাই শুক্রবার, সাংবাদিকদের কাছে সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম দাবি করেন দুষ্কৃতিকারীদের হামলা ও ভাঙচুরে ১৮ জুলাই বৃহস্পতিবার তিতুমীর কলেজের প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে তিতুমীর কলেজের একমাত্র শহীদ মামুন: ১৮ জুলাই বুধবার দিবাগত রাত দুইটার দিকে রামপুরা ওয়াপদা রোড এলাকায় গুলিবিদ্ধ হন কোটা সংস্কার আন্দলনে অংশ নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থী মামুন। পরদিন শুক্রবার বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। শহীদ মামুন স্মরণে ইতোমধ্যেই কলেজের নবনির্মিত ১০তলা ছাত্রাবাসের নাম প্রস্তাব করা হয়েছে৷ এছাড়াও কলেজের ছাত্রলীগ চত্ত্বরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে শহীদ মামুন চত্ত্বর৷
আনন্দ মিছিল ও রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি: ২০২৪ সালের ৬ আগস্ট মঙ্গলবার সরকার পতনের উল্লাসে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়। ২০২৪ সালের ৮ আগস্ট বৃহস্পতিবার সরকারি তিতুমীর কলেজে সব ধরনের রাজনৈতিক কর্মসূচিকে অবাঞ্ছিত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি করে তারা।
অধ্যক্ষের পদত্যাগ: ২০২৪ সালের ১১ আগস্ট রবিবার শিক্ষার্থীদের তোপের মুখে সে সময় পদত্যাগ করেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। শিক্ষার্থীরা সে সময় অভিযোগ তুলেছিলেন, অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম ছাত্রলীগের সাথে লিয়াজু করে কলেজের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছিলেন।
আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে কলেজ প্রশাসন: ২০২৪ সালের ১৯ আগস্ট সোমবার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে ঢাকার বিভিন্ন হাসপাতালে গিয়েছিলেন তিতুমীর কলেজ প্রশাসন। সে সময়, আর্থিক অনুদান দিতে গিয়ে উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ২০২৪ সালের ১৯ আগস্ট সোমবার তিতুমীর কলেজের শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের স্মরণে এবং কোটা আন্দোলনে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসার দাবিতে সরকারি তিতুমীর কলেজে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করেছিল শিক্ষার্থীরা।
কাওয়ালী সন্ধ্যা: ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সোমবার তিতুমীর কলেজের মাঠ প্রাঙ্গনে কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়। ‘শতাব্দী মঞ্চের’ আয়োজনে এতে অংশ নেয় শুদ্ধস্বর কবিতা মঞ্চ এবং জনপ্রিয় ‘কাসীদা’ ব্যান্ডসহ শতাব্দী মঞ্চের শিল্পীরা। কবিতা, কাওয়ালী ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র-জনতার ঢল। একইভাবে পরদিন আবারো কাওয়ালী সন্ধ্যার আয়োজন করা হয়।
তিতুমীর কলেজে ফিরল ছাত্রদল: ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর সোমবার, কমিটি গঠনের দুই বছর পর তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রদল। সেদিন দুপুর ১২টায় তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ ও সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করেন।
ছাত্র সংসদ: তিতুমীর কলেজে দুই যুগের বেশি সময় ধরে নেই ছাত্র সংসদ। শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন হলে তিতুমীর কলেজের সাধারণ শিক্ষার্থীরা স্বাধীনভাবে তাঁদের বিভিন্ন দাবি ও ন্যায্য অধিকার পূরণ করতে পারবে।
ছাত্র কল্যাণের হালচাল: জানা যায়, তিতুমীর কলেজে একাধিক জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে নেই নিয়মিত শিক্ষার্থীরা। এছাড়াও বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণে অনিয়মিত শিক্ষার্থীদের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ রয়েছে।
দেয়ালজুড়ে পোস্টার, আলোচনা-সমালোচনার ঝড়: ২০২৪ সালের ৬ নভেম্বর থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে পোস্টার লাগিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল। যার ফলে শিক্ষার্থী মাঝে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। যা ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
ট্রেনে ঢিল অভিযোগ, তিতুমীর শিক্ষার্থীদের দুঃখ প্রকাশ: ২০২৪ সালের ১৯ নভেম্বর মঙ্গলবার, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও ট্রেন পথ অবরোধ করে বিক্ষোভ করেন কলেজটির শিক্ষার্থীরা। এ সময় ট্রেন লক্ষ্য করে ঢিল ছোড়ে দুবৃত্তরা। ট্রেনে ঢিল ছোড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তবে এই ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়িয়ে যেতে পারেন না বলে জানায় তারা। শিক্ষার্থীরা বলেন, ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি চলাকালে রেলপথ এই ব্যারিকেডের আওতায় ছিল। বিষয়টি গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। উপকূল এক্সপ্রেসের খামখেয়ালি আচরণের কারণে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শিক্ষক পরিষদের নির্বাচন: ২০২৪ সালের ২১ নভেম্বর বৃহস্পতিবার ২৬তম শিক্ষক পরিষদ নির্বাচন- ২০২৪ অনুষ্ঠিত হয়। মোট ২০৭ জন ভোটারের মধ্যে ১৯৩ জন ভোট প্রদান করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন শিক্ষক পরিষদের সম্পাদক নির্বাচিত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর যাচাইয়ে কমিটি: ২০২৪ সালের ৩ ডিসেম্বর মঙ্গলবার, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব কি না, তা যাচাইয়ে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনূর ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ: ২০২৪ সালের ৪ ডিসেম্বর বুধবার তিতুমীর কলেজের বিভিন্ন নিরাপত্তা কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার নেতাকর্মীরা। রাত ১১টার দিকে কলেজ ছাত্রদল শীতবস্ত্র বিতরণ করে।
ছাত্রদল নেতার চাঁদাবাজির অভিযোগ: ২০২৪ সালের ৪ ডিসেম্বর বুধবার তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের আক্কাসুর রহমান আখি হলের সাধারণ সম্পাদক নিয়াজ হোসাইনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠে। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যাম্বুলেন্স গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রকাশ্যে নেই, ফেসবুকে সক্রিয় তিতুমীর কলেজ ছাত্রশিবির: আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে না এলেও সোশ্যাল মিডিয়ায় তিতুমীর কলেজ ছাত্রশিবিরের রয়েছে ব্যাপক প্রচারণা৷ এরই মাঝে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নিয়ে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে নবীনবরণের আয়োজন করে সংগঠনটি৷ আয়োজনের ছবি ৬ ডিসেম্বর শুক্রবার প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া ফেইসবুকে৷
বিজয় দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান: ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সোমবার ৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে তিতুমীর কলেজে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাম্পাসটির শহীদ বরকত মিলনায়তনে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষের পদত্যাগ দাবি ছাত্রদলের: ২০২৪ সালের ১৬ ডিসেম্বর সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে হট্টগোল করেছে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। আর্কাইভ হিসেবে আলমারিতে রাখা শেখ মুজিব সংক্রান্ত বই, ছাত্রলীগের নেতাদের ছবি বের করে অধ্যক্ষের টেবিলের সামনে রেখে পদত্যাগের দাবি জানান দলটির নেতাকর্মীরা।
ছাত্রদলের কমিটি, পদবঞ্চিতদের ক্ষোভ: কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোমবার (২৩ ডিসেম্বর) তিতুমীর কলেজ ছাত্রদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির অধিকাংশ অছাত্র, এই দাবি তুলে বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিতরা।
ককটেল বিস্ফোরণ ও প্রতিবাদে বিক্ষোভ মিছিল: সরকারি তিতুমীর কলেজে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পদবঞ্চিতদের বিক্ষোভে কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। সেদিন রাত ৯টার দিকে কলেজটির প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
সারাবাংলা/এসএইচএস