সখীপুরে বন বিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না: আযম খান
২৮ ডিসেম্বর ২০২৪ ২০:০৬ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:৩২
টাঙ্গাইল: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, সখীপুরে বনবিভাগকে আর একটি ঘরও ভাঙতে দেওয়া হবে না। এখানে শত বছরের বসতভিটায় ঘর তুলতে গেলে এবং পুরাতন ঘর সংস্কার করতে গেলও বাঁধা দেন। টাকা না দিলে ঘর তুলতে দেন না, উল্টো তাদের নামে মামলা দেন। এটা আর হতে দেওয়া হবে না।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সখীপুরের জনসাধারণের ওপর বনবিভাগের ‘অত্যাচারের’ প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেহে প্রাণ থাকতে সখীপুরের জনসাধারণের আর কোনো বাড়িঘর ভাঙতে দেওয়া হবে না। আগামী নির্বাচনে নির্বাচিত হলে সংসদে বসেই আটিয়া বন অধ্যাদেশ ১৯৮২ বাতিল করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।’
স্থানীয় ডাকবাংলো চত্বরে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম ও বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও এর সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় সখীপুর পৌর শহরে আটিয়া বন (সংরক্ষণ) অধ্যাদেশ, ১৯৮২ বাতিলের দাবি এবং বন বিভাগের বিরুদ্ধে বাড়িঘর উচ্ছেদের প্রতিবাদে উপজেলা বিএনপি মশালমিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
সারাবাংলা/এসআর
অ্যাডভোকেট আহমেদ আযম খান টাঙ্গাইল বন (সংরক্ষণ) অধ্যাদেশ ১৯৮২ বিএনপি বিএনপির ভাইস চেয়ারম্যান সখীপুর