Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ওষুধ কারখানায় বিস্ফোরণ, দ্বগ্ধ ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ২১:৩৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪০

ব্রিষ্টল ফার্মা লিমিটেড

গাজীপুর: জেলার মহানগরীর কোনাবাড়ী বিসিক এলাকায় ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ব্রিষ্টল ফার্মা লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

দ্বগ্ধরা হলেন— মহানগরীর কোনাবাড়ীর হরিণাচালের মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও বগুড়া জেলার শেরপুর থানার রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন (২২)। দগ্ধ সবাই ওই ওষুধ কারখানায় শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারখানার ওই চারজন শ্রমিক নামাজ পড়ার জন্য অজু করতে যায়। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশেই রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরণ ঘটে। এতে চার শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ব্রিষ্টল ফার্মা লিমিটেড কারখানার ভেতর কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে এ বিস্ফোরণ হয়েছে।

সারাবাংলা/এইচআই

গাজীপুর বিস্ফোরণ ব্রিষ্টল ফার্মা লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর