৩১ ডিসেম্বর শহিদ মিনারে ‘জুলাই প্রক্লেমেশন’
২৮ ডিসেম্বর ২০২৪ ২২:১২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১
ঢাবি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইশতেহার ‘জুলাই প্রোক্লেমেশন’ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঘোষণা করবে ছাত্র-জনতা।
শনিবার (২৮ ডিসেম্বর) গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একাধিক সমন্বয়ক সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এ ইশতেহার ঘোষণা করা হবে।
তারা জানান, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের এটা আগে ঘোষণা করার কথা ছিল, সেটা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যেহেতু ২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে তাই এই সালের মধ্যে এটা ঘোষণা করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সমন্বয়ক সারাবাংলাকে বলেন, ‘প্রতিটি বিপ্লবে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র থাকে। সেটার লেজিটিমেসি থাকে, সেটা সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে ইশতেহার ঘোষণা করা হবে।’
ইশতেহার কে ঘোষণা করবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনও নির্ধারণ করা হয়নি। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলস্তরের মানুষ সেদিন উপস্থিত থাকবে। একটি নতুন দিনের জন্য আমরা অপেক্ষায় আছি।’
সারাবাংলা/এআইএন/এইচআই