Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওষুধ কারখানায় বিস্ফোরণ
দগ্ধ ৪ জনের শরীর ৫-৪৫ শতাংশ ঝলসে গেছে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ২৩:১৫ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪১

জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ওষুধ কোম্পানির কারখানায় কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দগ্ধ চারজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিসাৎধীন রয়েছে। তাদের অবস্থা গুরুতর। তাদের শরীরের ৫ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ঝলসে গেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন— মহানগরীর কোনাবাড়ীর হরিণাচালের মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও বগুড়া জেলার শেরপুর থানার রামনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন (২২)। দগ্ধ সবাই ওই ওষুধ কারখানায় শ্রমিক।

আরও পড়ুন-গাজীপুরে ওষুধ কারখানায় বিস্ফোরণ, দ্বগ্ধ ৪

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাতে গাজীপুর থেকে চরজনকে দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হৃদয়ের ৪৫ শতাংশ, আরমানের ১৭ শতাংশ, আব্দুল্লাহ’র ৩০ শতাংশ ও স্বাধীনের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর।

এর আগে, বিকেলে কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিষ্টল ফার্মা লিমিটেড নামক ওষুধ কারখানার ভেতর কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

গাজীপুর জাতীয় বার্ন ইনস্টিটিউট ব্রিষ্টল ফার্মা লিমিটেড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর