কনস্টাসের সাহসী ব্যাটিংয়ের রহস্য জানালেন কোচ তাহমিদ
২৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪২
অভিষেকের আগে থেকেই আলোচনায় ছিলেন তিনি। প্রথমবারের মতো ক্রিজে নেমেই ঝড় তুলেছেন তরুণ অজি ব্যাটার স্যাম কনস্টাস। অভিষেক ইনিংসেই আগ্রাসী এক হাফ সেঞ্চুরিতে নজর কেড়েছেন তিনি। কনস্টাসের এই আগ্রাসী ব্যাটার হয়ে ওঠার পেছনে বড় ভূমিকা আছে বাংলাদেশি কোচ তাহমিদ ইসলামের। সেই তাহমিদই জানালেন কনস্টাসের আক্রমণাত্মক ব্যাটিংয়ের পেছনের গল্পটা।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আয়োজনে এক অনলাইন আড্ডায় যোগ দিয়েছিলেন তাহমিদ। সেখানে তিনি তুলে ধরেন কনস্টাসের সাথে তার প্রথম পরিচয়ের গল্পটা, ‘স্কুলে আমাদের প্রথম অনুশীলন সেশনটা দারুণ ছিল, আমাদের মাঝে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এরপর তার বাবা আমাকে ডিনারের আমন্ত্রণ জানান। সেখানে গ্রিক খাবার খেয়েছিলাম। এখান থেকেই আসলে শুরু। এরপর সে নিউ সাউথ ওয়েলসের হয়ে অনূর্ধ্ব-১৬তে খেলার সুযোগ পেল। তার স্কিল ছিল দুর্দান্ত। যত সময় গড়িয়েছে, তার ব্যাটিং স্কিল আরও ভালো হয়েছে। তার সাথে নিবিড়ভাবে কাজ করেছি আমি।’
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের শুরুতেই স্কোয়াডে ডাক পাওয়ার সম্ভাবনা জেগেছিল কনস্টাসের। তবে ম্যাকসোয়েনির কারণে সেটা হয়নি। অবশেষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয় কনস্টাসের। ক্রিজে নেমেই বুমরাহকে অবিশ্বাস্যভাবে রিভার্স সুইপ করে তাক লাগিয়ে দেন এই ১৯ বছর বয়সী তরুণ।
তাহমিদ বলছেন, মাঠে নামার আগেও এতটা আক্রমণাত্মক ব্যাটিংয়ের কথা ভাবেননি কনস্টাস, ‘ম্যাচের আগের রাতে ডিনারে সে বলেছিল, ১৫০ রান পার করলে এরপর স্কুপ করবে! এত দ্রুত যে সে ওই শট খেলবে সেটা হয়তো তার ভাবনাতেই ছিল না। তবে সে এমনই, স্বাধীনভাবে ব্যাটিং করে। ভুল হলে সবাই কি বলবে সেটা নিয়ে একেবারেই ভাবে না।’
কনস্টাসের আগ্রাসী ব্যাটিং ভারতকে রীতিমত চমকে দিয়েছিল বলেই বিশ্বাস তাহমিদের, ‘সে নির্ভার হয়েই নিজের খেলাটা খেলে। ১৯ বছর বয়সী এক তরুণের থেকে এমন ব্যাটিং ভারত আশা করেনি। সে বুমরাহকে অন্যরকম এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। এটাও ভারতকে চমকে দিয়েছে।’
সারাবাংলা/এফএম