ঢাকা: সচিবালয়ে প্রবেশ করতে পারছেন না সাংবাদিকরা। প্রবেশ করতে না পেরে সকলে সচিবালয়ের সামনে অপেক্ষা করছেন তারা। এর আগে সচিবালয়ে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা এনে বৃহস্পতিবার একটি অফিস আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৯ ডিসেম্বর) থেকে ওই সিদ্ধান্ত কার্যকর শুরু হয়। যে কারণে সকাল থেকে কোনো সাংবাদিকই সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। এ দিকে বিষয়টি নিয়ে সচিবালয়ের নিউজ সংগ্রহে দায়িত্বরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট ফোরাম- বিএসআরএফ এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করার সময় নির্ধারন করা ছিল। সাড়ে ১১টার বৈঠক পিছিয়ে সাড়ে ১২টায় করা হয়েছে।
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে সাংবাদিকদের অন্য সংগঠনগুলোও বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর সই করা এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।
গত বুধবার দিবাগত রাত পৌনে দুইটার সময় সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। সে আগুনে চারটি ফ্লোর পুড়ে ছাঁই হয়ে গেছে। এরপর বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে কর্মরত দের ছাড়া সকলকে প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়।