Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্মবিরতি প্রত্যাহার, মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৪৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২২

কর্মবিরতি শেষে শুরু হয়েছে জাহাজের পণ্য খালাস। ছবি: সারাবাংলা

বাগেরহাট: সরকারের তরফ থেকে দাবি পূরণের আশ্বাসে প্রায় ৪৫ ঘণ্টা পর কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌ যান শ্রমিকরা।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বাগেরহাটের মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভ্যাসেল ( বানিজ্যিক জাহাজ) থেকে খালাস করা শুরু হয়েছে আমদানি করা পণ্য। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

এরআগে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে, নৌ পরিবহণ অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক ইউনিয়নের নেতারা। পরে মোংলা বন্দরে অবস্থানরত ১৩টি মাদার ভ্যাসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করে আমদানিকারকরা।

সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, ‘নৌ যান শ্রমিকদের কর্মবিরতির ফলে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়েছিল। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হত। তবে গতরাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে আবার পণ্য খালাস শুরু হয়েছে।’

এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় ৪ দফা দাবিতে গত ২৬ ডিসেম্বর রাত ১২টা থেকে শুরু হয় নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌ-রুটে বন্ধ থাকে পণ্য পরিবহণ। বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশনের ডাক দেওয়া এ কর্মবিরতিতে বন্ধ ছিল এই বন্দরের পণ্য খালাস।

সারাবাংলা/এমপি

কর্মবিরতি নৌ যান শ্রমিক মোংলা বন্দর লস্করের হাতে ৭ খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর