Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক মেয়রসহ ৫ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭

সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ পাঁচজন কারাগারে।

সুনামগঞ্জ: গত ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে তারা দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র।

এ ঘটনায় অপর আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী ম‌ছিবুর ইসলাম।

আসামি পক্ষের আইনজীবী অ্যাড. নজরুল ইসলাম শেফু বলেন, ‘৪ আগস্টের যে হামলায় নাদের বখতকে জড়ানো হয়েছে, এটি মোটেও সঠিক নয়। তিনি কোনোভাবেই এই মামলায় জড়িত নন। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।’

প্রসঙ্গত, গত ৪ আগস্টে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ গত ২ সেপ্টেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। সেখানে ৯৯ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে নাদের বখত ৬ নম্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ২৮ নম্বর আসামি। অন্য দুইজনও এই মামলার আসামি। এই মামলায় অজ্ঞাত আসামী ২০০ জন। ইতোমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমেই জয় বাংলা স্লোগান ধরেন আসামীরা। তাদের সঙ্গে আদালত প্রাঙ্গনে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। পরে আদালত প্রাঙ্গনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সারাবাংলা/এমপি

আওয়ামী লীগ আদালত জামিন নামঞ্জুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর