Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার থেকে সচিবালয়ে সাংবাদিকদের জন্য অস্থায়ী পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৮ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: সোমবার (৩০ ডিসেম্বর) থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত একদিনের অস্থায়ী পাস দেওয়া হবে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। এর আগে, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে প্রবেশ করেন।

বিজ্ঞাপন

সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।

এদিন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দফতর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেবু, আয়নাল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল হোসাইন রাসেল, আমিরুল ইসলাম, এম এ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম, হাসিফ মাহমুদ শাহ।

এর আগে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরীর সই করা এক আদেশে বেসরকারি ব্যক্তিদের অনুকূলে ইস্যু করা সচিবালয় প্রবেশের অস্থায়ী কার্ড বাতিল করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার সময় সচিবালয়ের সাত নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগে। সে আগুনে চারটি ফ্লোর পুড়ে ছাই হয়ে গেছে। এর পর বৃহস্পতিবার থেকেই সচিবালয়ে কর্মরতদের ছাড়া সকলের প্রবেশে মৌখিক নিষেধাজ্ঞা জারি করা হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

অস্থায়ী পাস টপ নিউজ বাংলাদেশ সচিবালয় সাংবাদিক

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর