Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলন মাস্কের প্রবন্ধে জার্মান দল ‘এএফডি’র সমর্থন নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ১৬:২৫

ইলন মাস্ক। সংগৃহীত ছবি

মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা বিলিয়নিয়ার ব্যবসায়ী ইলন মাস্ক জার্মানির ডানপন্থী রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) সমর্থনে একটি মতামত প্রবন্ধ লিখেছেন, যা জার্মান সংবাদপত্র ‘ভেল্ট আম সোনটাগ’-এ প্রকাশিত হয়েছে। প্রবন্ধটি প্রকাশের পর পত্রিকার মতামত বিভাগের সম্পাদক ইভা মারি কোগেল প্রতিবাদস্বরূপ পদত্যাগ করেছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) অনলাইনে এবং রবিবার (২৯ ডিসেম্বর) পত্রিকায় প্রকাশিত এই প্রবন্ধে মাস্ক এএফডির উগ্র ডানপন্থী অবস্থান অস্বীকার করে দলটির প্রতি সমর্থন জানান। তিনি লিখেছেন, ‘এএফডি-কে উগ্র ডানপন্থী হিসেবে দেখানো ভুল, কারণ দলটির নেতা এলিস ভাইডেল একজন সমকামী এবং তার শ্রীলঙ্কান সঙ্গী রয়েছেন। এটা কি আপনাদের হিটলারের মতো শোনাচ্ছে?’

বিজ্ঞাপন

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ২০২১ সাল থেকে এএফডি-কে উগ্রপন্থার সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণ করছে।

মতামত বিভাগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ইভা মারি কোগেল বলেন, ‘ভেল্ট এবং ভেল্ট আম সোনটাগ-এর মতামত বিভাগে কাজ করতে সবসময় ভালো লেগেছে। তবে ইলন মাস্কের প্রবন্ধ প্রকাশের পর আমি পদত্যাগ করেছি।’

এএফডি দলটি অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছে এবং দলটি জার্মানি থেকে ব্যাপক বহিষ্কারের দাবি জানিয়েছে। মাস্কের এই সমর্থনের পাশাপাশি, যুক্তরাষ্ট্রের আসন্ন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও দলের অভিবাসন নীতির প্রতি সমর্থন প্রকাশ করেছেন বলে মাইক্রোসফট ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি (এমএসএনবিসি) জানিয়েছে।

মাস্ক তার লেখা প্রবন্ধে এএফডি-কে দেশের একমাত্র রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করলেও, পত্রিকার সম্পাদক-প্রধান জ্যান ফিলিপ বার্গার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মাস্কের বিশ্লেষণ সঠিক হতে পারে, কিন্তু এএফডি-কে সমাধান হিসেবে দেখানো মারাত্মক ভুল।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান জরিপ অনুযায়ী এএফডি দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে দেশের প্রধানধারার রাজনৈতিক দলগুলো জাতীয় স্তরে এএফডি-র সঙ্গে কোনো জোটে যাওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করেছে।

সারাবাংলা/এনজে

ইলন মাস্ক এএফডি জার্মানি প্রবন্ধ রাজনৈতিক দল সম্পাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর