Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং বন্ধ ৭ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৮:০৩

ঢাকা: ৭ দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে প্রতিষ্ঠানটির এজেন্ট ব্যাংকিং। বিশেষ কারণে এই সময় বাড়তেও পারে। এছাড়া নতুন বছরের শুরুতেই ৫ দিনের জন্য ডাচ-বাংলা ব্যাংকের লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং সেবা রকেটের লেনদেন চালু থাকবে।

কোর ব্যাংকিং সফটওয়্যার উন্নত করার লক্ষ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

তবে ২৯ তারিখ রাত ১০ টা থেকেই বন্ধ হয়ে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং। রাত ১২ টা অর্থাৎ ৩০ তারিখ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও দুই ঘন্টা আগেই এজেন্ট ব্যাংকিং বন্ধ হয়ে যাচ্ছে।

ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপে এক বিজ্ঞাপনে প্রতিষ্ঠানটি জানায়, ‘জরুরি কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৯.১২.২০২৪ রাত ১০.০০ টা হতে ০৫.০১.২০২৫ পর্যন্ত ডাচ্-বাংলা ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং সিস্টেম বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’

এদিকে, আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত তাদের ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। আগামী ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম বন্ধ সম্পূর্ণরুপে বন্ধ থাকবে। শাখা ও এটিএম বুথ থেকে কোনও লেনদেন সম্ভব হবে না। গেল ১৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

ডাচ বাংলা ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা এইচএম সগীর আহমেদ সারাবাংলাকে বলেন, ২৯ তারিখ রাত ১২ টা থেকে অর্থাৎ ৩০ তারিখ থেকে ৭ দিনের জন্য এজেন্ট ব্যাংকিং বন্ধ থাকবে। আর কোর ব্যাংকিং বন্ধ থাকবে ৫ দিন। হয়তো কোন কারণে এজেন্ট ব্যাংকিং ২ ঘন্টা আগেই বন্ধ হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

এজেন্ট ব্যাংকিং ডাচ-বাংলা ব্যাংক ব্যাংকিং সেবা

বিজ্ঞাপন

লেম্যানের চোখে বুমরাহই সেরা
১ জানুয়ারি ২০২৫ ১৪:১১

আরো

সম্পর্কিত খবর