Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৪ ১৯:২৭ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ২৩:২৩

জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিহত তিন স্কুলছাত্রের মরদেহ। ছবি: সারাবাংলা।

জামালপুর: জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলের সময় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে তারা নদে ডুবে নিখোঁজ হয়।

নিহতরা হলেন- পৌরসভার ছনকান্দা গ্রামের আহমেদুর রহমানের ছেলে আফিফ আহমেদ, তপন আহমেদের ছেলে ইয়ামিন আহমেদ রাহী ও হাফিজুর রহমানের ছেলে রওশন আহমেদ।

তাদের মধ্যে রওশন ঢাকার একটি স্কুলে দশম শ্রেণি, ইয়ামীন জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি ও আফিফ একই স্কুলের নবম শ্রেণির ছাত্র।
তারা তিনজন সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

জামালপুর ফারার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুপুরে সাতজন একসঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় পাঁচজন পানিতে তলিয়ে যায়। তবে চেষ্টা করে দুজন ফিরতে পারলেও তিনজন সাঁতার না জানায় নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিকালে তিনজনের মরদেহ উদ্ধার করে।

পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সারাবাংলা/এসআর

জামালপুর নদে ডুবে ৩ স্কুলছাত্রের মৃত্যু ব্রহ্মপুত্র নদ

বিজ্ঞাপন

ওয়ালটন'এ কাজের সুযোগ
২৪ মে ২০২৫ ২০:২০

আরো

সম্পর্কিত খবর