সাড়ে তিন লাখ দর্শকে মেলবোর্নে নতুন ইতিহাস
৩০ ডিসেম্বর ২০২৪ ০৯:২৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১১:১৭
অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং ডে টেস্ট মানেই যেন দর্শকের উপচে পড়া ভিড়। আর সেই ম্যাচটা যদি হয় ভারতের বিপক্ষে, তাহলে সেটা বেড়ে যায় কয়েক গুণে। চলমান ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচে মেলবোর্নে হয়েছে নতুন রেকর্ড। পুরো টেস্টজুড়ে সাড়ে তিন লাখেরও বেশি দর্শক খেলা দেখতে এসেছে মেলবোর্নে। অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে এটাই সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড।
প্রথম তিন টেস্ট শেষে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ছিল ১-১ এ সমতা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে মেলবোর্নের চতুর্থ টেস্ট ছিল মহা গুরুত্বপূর্ণ। এটা বেশ ভালোভাবেই আকর্ষণ করেছে সমর্থকদের। মেলবোর্নে ম্যাচের প্রথম দিনে মাঠে দর্শক ছিল ৮৭,২৪২ জন। এক দিনের হিসেবে এটি মেলবোর্নের মাঠের তৃতীয় সর্বোচ্চ দর্শক সংখ্যা।
দ্বিতীয় দিনে দর্শক এসেছেন ৮৫,১৪৭ জন। তৃতীয় দিনে তা ছিল ৮৩,০৭৩ জন, চতুর্থ দিনে ৪৩,৮৬৭ জন। আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনের প্রথম ভাগেই মাঠে প্রবেশ করেছেন ৫১,৩৭১ জন দর্শক। ৫ দিন মিলিয়ে দর্শক সংখ্যা দাঁড়িয়েছে ৩৫০,৭০০। আর এতেই নতুন রেকর্ড গড়েছে মেলবোর্ন। অস্ট্রেলিয়ার মাটিতে এক টেস্টে এটাই সর্বোচ্চ দর্শকসংখ্যা।
মেলবোর্ন আজ ছাপিয়ে গেছে ১৯৩৭ সালের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্টকে। ডন ব্র্যাডম্যানের নেতৃত্বে খেলতে নামা অস্ট্রেলিয়ার খেলা দেখতে সেই ম্যাচে এসেছিলেন মোট ৩৫০,৫৩৪ জন দর্শক। যদিও সেটা ছিল ৬ দিনের টেস্ট।
সারাবাংলা/এফএম