Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪ ১২:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪

উত্তর গাজার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের

গাজার উত্তরের বেইত হানুন শহরে নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

রোববার (২৯ ডিসেম্বর) এলাকাটি থেকে হামাসের রকেট নিক্ষেপের অভিযোগে এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এতে নতুন করে মানুষ বাস্তুচ্যুত হলেও কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, গাজার উত্তরাঞ্চলে প্রায় তিন মাস ধরে চলমান এই অভিযান হামাসের পুনরায় সংগঠিত হওয়া প্রতিরোধ করার জন্য। বেসামরিকদের নিরাপত্তার জন্যই এই নির্দেশ দিয়েছে বলে দাবি করেছে তারা।

শনিবার (২৮ ডিসেম্বর) ইসরায়েলি বাহিনী বেইত হানুন এলাকায় নতুন অভিযান শুরু করে।

ফিলিস্তিনি সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, শহরে আটকে পড়া মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি অভিযান চলার কারণে উদ্ধারকারী দল সেখানে পৌঁছাতে পারছে না।

জাতিসংঘ ও ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, ‘গাজায় কোনও স্থানই নিরাপদ নয়। এই ধরনের সরিয়ে নেওয়ার নির্দেশ মানবিক সংকট আরও তীব্র করছে। ইতোমধ্যে বেইত হানুন, জাবালিয়া ও বেইত লাহিয়ার আশপাশের বেশিরভাগ অঞ্চল মানুষশূন্য হয়ে গেছে এবং এলাকাগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।’

উল্লেখ্য, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৪৫ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত এবং গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এই যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর। এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

ইসরায়েল গাঁজা হামলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর