Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী লীগ নির্বাচন করতে না চাইলে জোর করতে পারব না’

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৪:০০

প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেছেন, বিধিবিধান অনুযায়ী আওয়ামী লীগ একটা রেজিস্টার্ড দল। তারা যদি দলীয়ভাবে সিদ্ধান্ত নেয় যে, নির্বাচন করবে না, তাহলে তো আমরা জোর করে তাদের নির্বাচন করাতে পারব না।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে তো আওয়ামী লীগের নির্বাচন করতে বাধা নেই- সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না এলে বিধিবিধান অনুযায়ী আমরা কিছু করতে পারব না। আর তারা ৭২ সালের পর থেকে রেজিস্টার্ড দল। আমরা তো আর তাদের বাদ দিতে পারব না। সরকার যদি নিষিদ্ধ করে তাহলে আর তো রেজিস্ট্রেশন দেওয়া যায় না কাউকে।

এএম নাসির উদ্দিন বলেন, ‘এটা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে। এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে। এটাও শোনা যাচ্ছে, কেউ কেউ আদালতে মামলা করেছে, বিগত সরকারি দল যাতে নির্বাচনে আসতে না পারে। এখন আদালত যেভাবে রায় দেয়, সেভাবেই ব্যবস্থা নেব। দল করার অধিকার সবার আছে। এটা শাসনতান্ত্রিক অধিকার।’

‘কোনো দল রেজিস্ট্রেশন পাবে কি পাবে না- সেটার আলাদা বিধিবিধান আছে। শর্ত পূরণ হলে দেব, না হলে দেব না। আপনারা যে দলের কথা বলছেন, সেটা বহু পুরনো দল। আমাদের এখানে রেজিস্টার্ড। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ না করে তাদের রেজিস্ট্রেশন আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত। এ দুইটার একটা হতে হবে। সে ভিত্তিতেই আমরা ব্যবস্থা নেব। আমাদের পক্ষ থেকে আমরা এ রকমের কোনো মন্তব্য করতে চাই না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোন চাপ নেই। সুষ্ঠু নির্বাচন করতে সব ধরণের ব্যবস্থা নেবে কমিশন। আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আর আগের মতো ভোট হবে না। পাঁচ আগষ্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ১৯৯১, ৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে।’

এ সময় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/ইআ

এ এম নাসির উদ্দিন চট্টগ্রাম প্রধান নির্বাচন কমিশনার

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর