৩ মাস পর সচিব পেল স্থানীয় সরকার বিভাগ
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৫:১১
ঢাকা: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নিজাম উদ্দীনকে স্থানীয় সরকার বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জামিলা শবনম সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জনস্বার্থে দ্রুত কার্যকর করার কথা বলা হয়। এ নিয়োগের মধ্য দিয়ে তিন মাস পর সচিব পেল স্থানীয় সরকার বিভাগ।
উল্লেখ্য, গত অক্টোবরে স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামানকে ওএসডি করা হয়। তারপর থেকে একজন অতিরিক্ত সচিব বাড়তি দায়িত্ব হিসেবে সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে প্রায় দুই মাস ধরে শূন্য আছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। গত নভেম্বরে এ বিভাগের সচিব শাহানারা খাতুনকে ওএসডি করা হয়। এখন পর্যন্ত এ বিভাগও শূন্য রয়েছে।
এছাড়া সচিব নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সেতু বিভাগেও। একটি মন্ত্রণালয়ের সচিব একটি বিশেষ গুরুত্বপূর্ণ। পদ। যার তদারকিতে ওই মন্ত্রণালয় বা বিভাগের কাজ তরান্বিত হয়, গতিতে থাকে। গত কয়েক মাস এই সকল মন্ত্রণালয়গুলোতে সচিব না থাকায় কাজে ধীরগতি নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সারাবাংলা/জেআর/ইআ