সতীর্থদের যাওয়া আসার মিছিলে একপ্রান্ত আগলে রেখে দারুণভাবেই ব্যাটিং করছিলেন তিনি। ভারতের ম্যাচ বাঁচানোর আশা টিকে ছিল তার উপরেই। ইয়াসাভি জসওয়ালের ৮৪ রানের ইনিংস থেমেছে প্যাট কামিন্সের বলে। তবে জসওয়ালের এই আউটই মেলবোর্ন টেস্টে জন্ম দিয়েছে বড় নাটক। মাঠের আম্পায়ার আউট না দিলেও তৃতীয় আম্পায়ার শরফুদৌল্লা সৈকত সিদ্ধান্ত বদলে আউটের ঘোষণা দেন। আর এতেই দেখা দিয়েছে বিতর্ক। জসওয়াল তো বটেই, বাংলাদেশি আম্পায়ার সৈকতের উপর ক্ষোভ ঝাড়ছেন ভারতীয়রা।
ম্যাচের তখন ৭১তম ওভার চলছে। কামিন্সের বাউন্সারে মারতে যান জসওয়াল, বল চলে যায় কিপারের হাতে। বল জসওয়ালের গ্লোভসে লেগেই কিপারের হাতে গিয়েছে, এমনটাই বিশ্বাস ছিল অজিদের। মাঠের আম্পায়ার আউট না দিলেও তাই সাথে সাথেই রিভিউ নেন কামিন্স।
রিভিউতে দেখা যায়, বল জসওয়ালের গ্লোভসে লেগে দিক পরিবর্তন করেই কিপারের হাতে গেছে। তবে খানিকটা অবাক করে স্নিকোমিটারে কিছুই দেখাচ্ছিল না! বারবার এই দৃশ্য দেখা যাচ্ছিল বড় পর্দায়। অনেকেই হয়তো ভেবেছিলেন, স্নিকোতে কিছু না আসায় সৈকত মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বজায় রাখবেন।
কিন্তু সৈকত সেটা না করে সাফ জানিয়ে দেন, খালি চোখেই বলের গ্লোভসে লাগা দেখতে পেয়েছেন। আর এতেই মাঠের আম্পায়ারকে নিজের সিদ্ধান্ত বদলাতে বলেন সৈকত। মাঠের আম্পায়ার ভুল স্বীকার করে জসওয়ালকে আউটের ঘোষণা দেন।
এমন সিদ্ধান্ত বেশ অবাক করেছে জসওয়ালকে। মাঠের দুই আম্পায়ারের সাথে বেশ কিছুক্ষণ তর্ক করেই প্যাভিলিয়নে ফেরেন এই ভারতীয় ওপেনার। জসওয়ালের মতো এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারতীয় সমর্থকরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি আম্পায়ার সৈকতকে রীতিমত ধুয়ে দিচ্ছেন তারা। স্নিকোতে কিছু না এলেও কীভাবে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দিয়েছেন তিনি, সেটা নিয়েই প্রশ্ন উঠিয়েছেন তারা।