Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৫৮

মানিকগঞ্জে অজ্ঞাত ২ ব্যক্তির মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জে পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারাঙ্গাই এলাকার ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের (এনপিআই) সামনে পিঠার দোকান থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে, সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়া বাড়ি থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পিঠার দোকানের মালিক মো. শহিদ বলেন, ‘গতকাল রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে অপরিচিত এই ব্যক্তিকে আমার দোকানের পাশ দিয়ে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। পরে রাত ১০টার দিকে আমি দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। দোকানের চারপাশ খোলা থাকায় রাতের কোনো এক সময় দোকানের ভেতরে লোকটি ঘুমিয়েছিল।’

অপর অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার মান্নান মোল্লার ভাড়া বাড়ি থেকে।

এলাকার বাসিন্দা রিপন মিয়া বলেন, ‘লাশের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়লে পুলিশ এসে মান্নান মোল্লার ভাড়া বাড়ি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে।’

জানা গেছে, গত ২২ ডিসেম্বর অজ্ঞাত তিন ব্যক্তি মান্নান মোল্লার ভাড়া বাড়ির একটি ইউনিট ভাড়া নেয়। মালিকপক্ষ তাদের ঘর বুঝিয়ে দেওয়ার পরদিন থেকে সে বাসায় তালা ঝুলছিল। অজ্ঞাত মৃত ব্যক্তি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের একজন। ভাড়া নেওয়া বাসাটি থেকেই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। বাসা ভাড়া নেওয়ার সময় বাড়ি মালিককে কোনো জাতীয় পরিচয় পত্র জমা না দেওয়ায় তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ বলেন, ‘পৃথক দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

মরদেহ উদ্ধার মানিকগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর