Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে আ.লীগ নেতাসহ ৩ মাদককারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:৩০

মাদককারবারি মো.জাহাঙ্গীর আলম, জমির হোসেন ও ওসমান হোসেন। ছবি: সারাবাংলা।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের নেতাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে রোববার গভীর রাতে উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।

পুলিশ জানায়, বান্দরবানের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মাদক ব্যবসা করে আসছেন। রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। এ সময় ৯৬০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এসআর

আ.লীগ নেতা গ্রেফতার নোয়াখালী মাদককারবারি গ্রেফতার