Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা রিন্টু গ্রেফতার

স্পেশাল করেসপডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ১৭:০৮ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৯

সাইদুর রহমান রিন্টু

ঢাকা: রাজধানীর বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মায়া ইসলাম হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, বরিশাল সদরের সাবেক দু’বারের উপজেলা চেয়ারম্যান এবং বরিশাল চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বিকেল আনুমানিক সাড়ে তিনটায় বনশ্রী জি ব্লকের ৫নম্বর রোডে ছাত্র-জনতা কোটা সংস্কারের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর দাড়ালো অস্ত্র-সস্ত্র, দা, চাপাতি ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, তাঁতী লীগ ও তাদের অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫নম্বর রোডের ৫৬নম্বর বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন ভিকটিম মোছা. মায়া ইসলাম (৫১)। আহত মায়া ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মায়া ইসলাম মারা যান। এ ঘটনায় ভিকটিমের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যার ঘটনায় জড়িত সাইদুর রহমান রিন্টুকে রোববার (২৯ ডিসেম্বর) রাত ৯ টার দিকে খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতার সাইদুর রহমান রিন্টুর বিরুদ্ধে খিলগাঁও থানার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

খিলগাঁও থানা ডিএমপি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর