Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজস্ব ক্যাম্পাসে না ফিরলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী


২১ ডিসেম্বর ২০১৭ ১৮:২৩

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় উপযুক্ত পরিবেশ ও বেধে দেওয়া শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে— তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ছাড়া  আর কোনো পথ খোলা নেই। কারণ, তাদের বিরুদ্ধে অব্যাহত চাপ রেখেও কোনো সমাধান হয়নি। তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এখনো যাননি, তারা এখনো একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন।’

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সেবার মনোভাব নিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে হবে।’

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বৃহস্পতিবার বিকালে এক সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন।  অনুষ্ঠানে সমাবর্তন প্রধান বক্তা ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. আকবর আলি খান।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী  আরও বলেন, ‘ব্যবসা ও মুনাফার চিন্তা বাদ দিয়ে জনকল্যাণ, সেবার মনোভাব ও শিক্ষায় অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসতে হবে। এ জন্য শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও পরিচালনা ব্যবস্থার মান উন্নয়ন গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে উন্নত মানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সচেতন হতে হবে।’

নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য নতুনপ্রজন্মের  মেধা ও প্রজ্ঞাকে কাজে লাগাতে হবে। তাদেরকে দায়িত্বশীল দেশপ্রেমিক নাগরিক হিসেবে বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ, সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীল হওয়া হবে।’

সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপাচার্য ড. কে এম মোহসীন ।

বিজ্ঞাপন

সমাবর্তন অনুষ্ঠানে এক হাজার ৬১১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। ২ জন কৃতী শিক্ষার্থীকে চ্যান্সেলর এওয়ার্ড, ৭ জনকে ভাইস চ্যান্সেলর এওয়ার্ড ও  ৩ জনকে ডিন  অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সারাবাংলা জিএস/আইজেকে/জেডএফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর