Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:১০

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। ছবি: সারাবাংলা।

নরসিংদী: নরসিংদীর মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ মিয়া (৫৪) নামে এক ব্যক্তির নগদ ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বুলবুল সদর উপজেলার আলোকবালি সংলগ্ন মেঘনায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, নরসিংদী সদরের দিলারপুর এলাকায় বালু মহালের ইজারা থাকলেও আলোকবালী এলাকা অংশে কোনো বালু মহাল ইজারা দেয়নি জেলা প্রশাসন। দিলারপুর এলাকার ইজারা নিয়ে পার্শবর্তী আলোকবালীতেও ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন ইউসুফ মিয়া। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে সেটির সত্যতা পাওয়া যায়। যে কারণে তার ১০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সারাবাংলা/এসআর

অবৈধভাবে বালু উত্তোলন জরিমানা নরসিংদী ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর