Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১৬ ডিসেম্বরকে আমরা হৃদয়ে ধারণ করি, তারা যেন সেটা ভাবেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৪ ২০:১৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ২২:৪০

মহান বিজয় দিবস উপলক্ষে আইইবি আয়োজিত ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাত্তরের ১৬ ডিসেম্বরের বিজয়কে আমরা হৃদয়ে ধারণ করি। একাত্তরে যাদের যুদ্ধে যাওয়ার বয়স হয়নি, তারা যেন সেটা ভাবেন। তাহলে ঋণ পরিশোধের দায় পূরণ করা যাবে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে ‘রক্ত স্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘একাত্তরের ১৬ ডিসেম্বরে আমাদের সব অনিশ্চয়তা দূর হয়েছিল। কিন্তু, বিজয় তো একটি নয়। আমাদের বিজয় তো ৫২’র ভাষা আন্দোলন, ৬২’র ছাত্র আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, নব্বইয়ের স্বৈরাচার পতন। তবে, একাত্তরের বিজয়ের স্মৃতিকে ধারণ করে সচেতনভাবে চিন্তা করতে হবে। বিজয়ের তাৎপর্য অনুধাবন করতে হলে বিজয়ে যার যে অবদান, তার স্বীকৃতি দিতে হবে।’’

‘‘আজকে মুক্তিযুদ্ধে শহিদ পরিবারগুলো কোনো সহায়তা পান না। এটা খুবই লজ্জার বিষয়। কী অবস্থায় আছে তারা, খোঁজ কে রাখে?’’— বলেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘’৫২ থেকে ৭১ পর্যন্ত প্রত্যেকটা লড়াইয়ে জীবন দিতে হয়েছে। একইভাবে জুলাই-আগস্টে হাজারও ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বিজয় পেয়েছি। এখন প্রশ্ন উঠছে, আমরা কি বিজয়ের তাৎপর্য বুঝতে ভুল করেছিলাম? নাকি বিজয় শুধু সাময়িক প্রশান্তির কারণ ছিল। যার জন্য আমরা বিজয়ের সুফল ভোগ করতে পারিনি।’’

আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীরুল হাসান তমাল, প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, প্রকৌশলী মাহবুব আলম, আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আল-আমিন, সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসানুল রাসেল, মোহাম্মদ মাহবুব আলম, সাব্বির আহমেদ ওসমানী, নূর আমিন লালন, ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান উজ্জ্বল, অ্যাব’র সহ-সভাপতি প্রকৌশলী মো. মোস্তফা-ই-জামান সেলিম, আজিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আল মামুন গাজী, সাংগঠনিক সম্পাদক শামীম রাব্বি সঞ্চয়, ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার সজল, মোহসীন আলী, শফিকুল ইসলাম খান, জহির উদ্দিন, সাজ্জাদ হোসেন, রায়হান নবী, প্রকৌশলী হানিফ, মোহাম্মদ আরিফ, শরিফুল বাবু, মিনহাজ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নেসার উদ্দীন, বিজু বড়ুয়া, কামরুল হাসান খান সাইফুল, প্রকৌশলী ডালাস, করিম, ওসমান গনি, গোলাম রহমান রাজীব, প্রকৌশলী আইয়ুব, জাহাঙ্গীর আলম, মহিঊদ্দিন সেলিম, রুহুল আমিন, নাজনিন আক্তার, আজম খান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ নজরুল ইসলাম খান

বিজ্ঞাপন

গ্লোডেন গ্লোব পেলেন যারা
৬ জানুয়ারি ২০২৫ ১৭:১৬

আরো

সম্পর্কিত খবর